Purbo Burdwan | মন্তেশ্বরের পর বর্ধমানের হোটেল থেকে পুলিশের জালে ইরানি নাগরিক!
Sunday, May 18 2025, 4:38 pm
Key Highlightsমন্তেশ্বরের পর বর্ধমান! জালে আরেক ইরানি নাগরিক মাজিদ মহম্মদ হোসেনি (৫০)।
ফের রাজ্য পুলিশের জালে এক ইরানি নাগরিক। শনিবার দুপুরে বর্ধমানের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, এদিন দুপুরে বর্ধমান শহরের কাঁটাপুকুরের একটি হোটেল রুম ভাড়া নিতে যায় ধৃত ইরানি নাগরিক মাজিদ মহম্মদ হোসেনি (৫০)। হোটেল ম্যানেজার ভিসা চেক করতে গিয়ে খেয়াল করেন ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফরেনার অ্যাক্টে মামলা রুজু করে (১৪ সি ধারায়) নিজের কাস্টডিতে নিয়েছে। মন্তেশ্বরের পর রাজ্যে পুলিশের জালে আরেক ইরানি নাগরিক।

