দেশ

Waqf Bill | লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হলো বিতর্কিত 'ওয়াকফ সংশোধনী বিল'

Waqf Bill | লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হলো বিতর্কিত 'ওয়াকফ সংশোধনী বিল'
Key Highlights

বুধবার রাতে লোকসভায় পাস হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। আর বৃহস্পতিবার রাতে এই বিল পাস হয়েছে রাজ্যসভাতেও।

বুধবার ১২ঘন্টার আলোচনা এবং একাধিক ঘটনার ঘনঘটার পর লোকসভায় পাস হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার রাতে ধ্বনি ভোটে রাজ্যসভাতেও এই বিল পাস হয়েছে। এদিন রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, বিজেপি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে ভোট হলে দেখা যায় পাশ মার্ক্স্ নিয়ে পাস করেছে বিলটি। এবার রাষ্ট্রপতির অনুমোদন পেলেই এই বিল আইনে পরিণত হবে।