রাজ্য

Drone | কলকাতার পর এবার গঙ্গাসাগর, ঝড় জল উপেক্ষা করে অচেনা ড্রোন উড়ছে আকাশে!

Drone | কলকাতার পর এবার গঙ্গাসাগর, ঝড় জল উপেক্ষা করে অচেনা ড্রোন উড়ছে আকাশে!
Key Highlights

কলকাতার পর এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে রাতের অন্ধকারে উড়ল ড্রোন!

গত সোমবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কলকাতার আকাশে একাধিক জায়গায় অজানা উড়ন্ত বস্তু দেখতে পাওয়া গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর সেগুলো ড্রোন ছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো গঙ্গাসাগরে। সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দফতর সূত্রে খবর, বুধবার দুদফায় গঙ্গাসাগরের আকাশে উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। ৭টায় ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে একবার এবং বৃষ্টি থামলে রাত ১০টা নাগাদ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ড্রোনগুলি দেখতে পেয়েছে বলে খবর। ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি।