Rooftop Restaurant | কলকাতার পর এবার জেলার রুফটপ রেস্তোরাঁগুলিতে নজর প্রশাসনের, রিপোর্ট তলব পুরসভার

Thursday, May 29 2025, 3:33 pm
Rooftop Restaurant | কলকাতার পর এবার জেলার রুফটপ রেস্তোরাঁগুলিতে নজর প্রশাসনের, রিপোর্ট তলব পুরসভার
highlightKey Highlights

কলকাতার পর এবার জেলার রুফটপ রেস্তোরাঁগুলিতে নজর পড়েছে রাজ্য স্তরের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)।


গতমাসে বড়বাজারে হোটেলে বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত্যু হয় ১৪ জনের। এরপরই মহানগরীর বুকে প্রায় একশোটি রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে কলকাতা পুরসভা। কলকাতার পর এবার জেলার রুফটপ রেস্তোরাঁগুলিতে নজর পড়েছে রাজ্য স্তরের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। বুধবার নবগঠিত এসটিএফের প্রথম বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন,‘কোথাও ছাদ দখল করে কিছু যাবে না। জেলাতেও এখন নগরায়ণ বেড়েছে। সেখানেও হয়তো রুফটপ রেস্তোরাঁ থাকতে পারে। আমরা প্রত্যেক জেলাশাসকদের কাছ এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাব।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File