Bidhannagar | কলকাতার পথেই হাঁটছে বিধাননগর কতৃপক্ষ, শহরের সবকটি রুফটপ রেস্তরাঁর তালিকায় চাইলেন মেয়র

ছাদের উপর রেস্তরাঁ বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পুরনিগমও।
বড়বাজারের মেছুয়ার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর শহরের সবকটি রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতার একাধিক রেস্তোরাঁ পাততাড়ি গোটাতে শুরু করেছে। এবার এই একই পথে হাঁটলো বিধাননগর পুরনিগমও। সূত্রের খবর, বিধাননগরের ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলারদের কাছ থেকে কোন ওয়ার্ডে কতগুলি ছাদ রেস্তরাঁ, বার, ক্যাফে রয়েছে তার তালিকা চেয়ে পাঠিয়েছেন মেয়র। এই তালিকা তুলে দেওয়া হবে পুলিশের হাতে। তালিকা অনুযায়ী সরেজমিনে তদন্ত করবে পুলিশ।