Israel-Hamas | হাসান নাসরাল্লাহর পর তার উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকেও খতম করার দাবি ইজ়রায়েলের
ইসরায়েলের দাবি, বেইরুতের আকাশ হামলায় হেজবোল্লার প্রধান হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন।
হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে নিকেশ করার দাবি করলো ইজ়রায়েল। ইজ়রেয়েলি সেনার দাবি, তিন সপ্তাহ আগে লেবাননের রাজধানী শহর বেইরুটের দক্ষিণ শহরতলিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেখানেই মৃত্যু হয়েছে হাশেম সাফিয়েদ্দিনের। যদিও এখনও পর্যন্ত হাশেম সাফিয়েদ্দিনের মৃত্যু নিয়ে হেজবোল্লার পক্ষ থেকে কোনও স্বীকারোক্তি মেলেনি। উল্লেখ্য, হেজবোল্লার রাজনৈতিক বিভাগের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, আর্থিক পরিস্থিতির উপরও নজর রাখে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- যুদ্ধ