Ahmedabad Plane Crash | DNA টেস্টের পর শনাক্ত ৯ যাত্রীর দেহ, ১ যাত্রীর দেহ ফেরানো হলো পরিবারের কাছে
Saturday, June 14 2025, 5:07 pm
Key Highlightsশনিবার DNA টেস্টের পর ৯ জনের দেহ শনাক্ত করা গিয়েছে বলে খবর। এর মধ্যে একজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানন্দর থেকে টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জন সহ মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহ শনাক্ত করতে DNA টেস্ট করছে তদন্তকারী দল। সূত্রের খবর, শনিবার DNA টেস্টের পর ৯ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১ যাত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি আটজনের দেহ দ্রুত তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
- Related topics -
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- আমদাবাদ
- ডিএনএ
- এয়ার ইন্ডিয়া
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- মৃতদেহ উদ্ধার
- মৃতদেহ

