Dharmendra | ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, 'বড় ক্ষতি' লিখলেন করণ-শর্মিলা ঠাকুর!
Monday, November 24 2025, 12:20 pm
Key Highlightsশর্মিলা ঠাকুর লেখেন, ‘ও একজন দুর্দান্ত মানুষ ছিলেন।’ শোকবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্র্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরাও।
সোমবার সকালে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সকাল থেকেই এশা দেওল ও হেমা মালিনী সহ ধর্মেন্দ্রর পরিবারের অনেক সদস্য এবং অমিতাভ বচ্চন, আমির খানের মতো সেলেব্রিটিদের দেখা গেছে শ্মশানে। তাছাড়াও ধর্মেন্দ্রকে নিয়ে স্যোশাল মিডিয়া জুড়েও নানা পোস্ট করেছেন করণ জোহর থেকে শর্মিলা ঠাকুর, ফারহান আখতারের মতো তারকারা।করণ জোহর তাঁর ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা একটা যুগের অবসান।’ শর্মিলা ঠাকুর লেখেন, ‘ও একজন দুর্দান্ত মানুষ ছিলেন।’ শোকবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্র্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরাও।

