Cough Syrup Case | সিরাপকান্ডে করা কেন্দ্র, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ পরীক্ষার নির্দেশ জারি

Wednesday, October 8 2025, 4:42 pm
highlightKey Highlights

সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন উৎপাদনের আগে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করে।


মধ্যপ্রদেশে বিষাক্ত কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এরপরই কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন উৎপাদনের আগে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করে। পাশাপাশি, বাজারে ওষুধের ব্যাচগুলি সরবারাহের আগেও যেন খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। একইসঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যাতে ওষুধ নির্মাণকারী সংস্থাগুলির একটি উন্নত ভেন্ডার কোয়ালিফিকেশন সিস্টেম থাকে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File