Iscon Bangladesh | চিন্ময়কৃষ্ণ দাসের পর গ্রেপ্তার শিষ্য শ্যাম দাস প্রভু, বাংলাদেশে টার্গেট ইসকন?
চিন্ময়কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেপ্তার হলেন ইসকনের আরও এক সন্ন্যাসী৷ শনিবার চট্টগ্রামে শ্যাম দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷
বাংলাদেশে ফের আটক হলেন ইসকনের আরও এক সন্ন্যাসী। জানা গিয়েছে, ধৃত চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলেন শ্যাম দাস প্রভু৷ সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক্স হ্যান্ডেলে শ্যাম দাস প্রভুর ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ইসকনের কলকাতার সহ সভাপতি এবং মুখপাত্র রাধারমন দাস৷ প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ঢাকা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় নতুন করে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ।
- Related topics -
- বাংলাদেশ
- হিন্দু ধর্ম
- বিক্ষোভ
- বাংলাদেশ পুলিশ