Tangra | এবার হেলে গেলো ট্যাংরার নির্মীয়মাণ বাড়ি! গ্যাপ নেই দুটি বহুতলের মাঝে! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
বাঘাযতীন, কামারহাটির পর এবার হেলে গেলো ট্যাংরার নির্মীয়মাণ বাড়ি!
বাঘাযতীন, কামারহাটির পর এবার হেলে গেলো ট্যাংরার নির্মীয়মাণ বাড়ি! জানা গিয়েছে, কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে একটি বহুতল নির্মাণ হচ্ছিল। দেখা যায়, পাশের বহুতলটির একেবারে গা ঘেঁষে হেলে গিয়েছে নির্মীয়মাণ বহুতলটি। দুটি বহুতলের মাঝে কোনও গ্যাপ নেই বললেই চলে। ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ওই এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা বলেন, “আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছি বিষয়টি। তারা স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে। যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য যা যা করার আমরা করছি।”
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ