Sujay Krishna Bhadra | স্বস্তির নিঃশ্বাস ফেললো সিবিআই, 'কালীঘাটের কাকু'র কন্ঠস্বরের নমুনা অবশেষে পাওয়া গেলো
Tuesday, February 11 2025, 5:43 pm
 Key Highlights
Key Highlightsমঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে বিচারক হিমাদ্রীকুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে কালীঘাটের কাকু কন্ঠস্বর রেকর্ড করা হয়।
বারবার দেরি হচ্ছিলো। অবশেষে পাওয়া গেলো 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে বিচারক হিমাদ্রীকুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে তার কন্ঠস্বর রেকর্ড করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এটি একটি বড়ো প্রমান হতে পারে বলে মনে করছে সিবিআই। মামলা চলাকালীন বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে বহুবার পিছিয়েছে ভয়েস রেকর্ড প্রসেস। আদালতে কথা শুনতে হয়েছে সিবিআইকে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে।
-  Related topics - 
- রাজ্য
- শহর কলকাতা
- সিবিআই আদালত
- সিবিআই
- কালীঘাট
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- চাকরি দুর্নীতি
- দুর্নীতি
- হাইকোর্ট

 
 