দেশদীর্ঘ ৯ মাস পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, মন্দির দর্শনে মানা হচ্ছে নিয়ম।
করোনার কোপে দীর্ঘ ৯ মাস বন্ধ ছিল পুরী জগন্নাথ মন্দির। অবশেষে ২৩শে ডিসেম্বর ভক্তদের জন্য খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। তবে, মন্দির দর্শনের অনুমতি মোট তিনটি ধাপে বিভক্ত করে দেওয়া হয়েছে। প্রথম ধাপে মন্দির খোলার পর প্রথম তিনদিন অর্থাৎ, ২৬ তারিখ পর্যন্ত কেবলমাত্র সেবায়েতদের পরিবারবর্গই মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। পরের ধাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরীর বাসিন্দা যাঁরা, তাঁদের জন্য মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরপর, ৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরীর মন্দির। ভিড় এড়াতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুরীতে। স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ভক্তদের জন্য।