Santosh Trophy | বর্ষশেষের সেলিব্রেশন, ৬ বছর পর সন্তোষ ট্রফি ঘরে ফেরালো বাংলার ছেলেরা

Tuesday, December 31 2024, 4:56 pm
highlightKey Highlights

৬ বছর পর সন্তোষ ট্রফি ঘরে ফেরালো বাংলা। ফাইনালে কেরলকে ১:০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা।


দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান। সন্তোষ ট্রফি ঘরে করে ঘরে ফিরলো বাংলা দল। ফাইনালে কেরলকে ১:০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। বাংলার হয়ে বিজয়ী গোলটি করলেন রবি হাঁসদা। সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল ২০১৭ সালে। তারপর থেকে শুধুই ব্যর্থতা। এ মরসুমে সঞ্জয় সেনের ছেলেদের ফর্ম দেখে আশায় বুক বেঁধেছিলো অনুরাগীরা। হতাশ করলো না বাংলা। ফের একবার ভারতীয় ফুটবলের রাজত্বে সেরার সেরা মুকুট উঠলো বাংলার মাথায়। কৃতিত্ব রবি হাঁসদার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File