Shantiniketan । দীর্ঘ ৫ বছর পর শান্তিনিকেতনের পৌষমেলা ফিরছে চেনা ছন্দে! জানালেন বিশ্বভারতী কতৃপক্ষ
Wednesday, November 13 2024, 3:38 pm
Key Highlights
২০১৯ সালে শেষবার বিশ্বভারতী ও ট্রাস্টের আয়োজনে পৌষমেলা হয়েছিল শান্তিনিকেতনে। পাঁচ বছর পর ফিরছে সেই ঐতিহ্যের পৌষমেলা।
২০১৯ সালে, করোনাকালের ঠিক আগে শেষবারের মতো ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কতৃপক্ষ। গতবছর রাজ্য সরকারের উদ্যোগে পূর্বপল্লির মাঠ ভাড়া করে সাতের বদলে চারদিন ধরে মেলা হয়। তবে তাতে বিশ্বভারতী বা ট্রাস্টের কোনও ভূমিকা ছিল না। বুধবার বৈঠকের পর বিশ্বভারতীর সর্বোচ্চ রীতি নির্ধারক কমিটি জানান, এবছর, ৭ই পৌষ পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরেই। এ নিয়ে শীঘ্রই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
- Related topics -
- শান্তিনিকেতন
- পৌষমেলা
- বিশ্বভারতী
- বিশ্বভারতী কর্তৃপক্ষ
- পৌষ উৎসব
- বীরভূম
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বসন্ত উৎসব
- দোল উৎসব
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- উৎসব ক