মুম্বই হামলায় আবারো ‘পাক জঙ্গি’-দের দায়ি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

Thursday, November 26 2020, 11:28 am
মুম্বই হামলায় আবারো ‘পাক জঙ্গি’-দের দায়ি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
highlightKey Highlights

বৃহস্পতিবার সংবিধান দিবসের ভাষণে ২৬/১১ হামলার কথা আবারো স্মরণ করে মোদী সরাসরি দায়ী করেন পাকিস্তানকে। ঠিক ১২ বছর আগে ২৬ নভেম্বর আতঙ্কে কেঁপে উঠেছিল গোটা দেশ। এক যুগ কেটে গেলেও, সেই ক্ষত যেন এখনও টাটকা ভারতবাসীর।বৃহস্পতিবার সংবিধান দিবসের ভাষণে সে কথা স্মরণ করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ২৬/১১ হামলার পিছনে তিনি সরাসরি দায়ী করেন পাকিস্তানকে। বলেন, ‘‘২০০৮ সালের এই দিনটিতে পাক জঙ্গিরা মুম্বইয়ে হামলা চালায়। সেদিন যাঁরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা। ভারত সেই ক্ষত কোনও দিনই ভুলতে পারবে না।’’সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের কথা আরও একবার তাঁর মুখে শোনা গেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File