JU Case | ১০ দিন পর অবশেষে জামিন পেলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিকান্ডে অভিযুক্ত প্রাক্তন ছাত্র

১০ দিন পর অবশেষে জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানো প্রাক্তনী মহম্মদ শাহিল আলি।
চলতি মাসের শুরুতেই ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার দিন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওই দিন রাত ৯টা-সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা। এই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র শাহিলকে আলিকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ দিন পর বুধবার জামিন পেলেন শাহিল। ৫০০০ টাকার বন্ডে জামিন মিললো। তবে রোজ দুবেলা থানায় হাজিরা দিতে হবে তাকে।