ফিরছে তালিবান! তাদের শাসন নিয়ে আতঙ্কিত আফগানিস্তানের মহিলারা
Thursday, July 22 2021, 7:33 am
Key Highlightsআফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা তালিবানের দখলে থাকার কথা তারা নিজেরাই জানিয়েছেন। বর্তমানে কান্দাহার শহরের মহিলারা চরম আতঙ্কে ভুগছেন। এবিষয়ে কান্দাহারের এক দোকানদার রহমত জানিয়েছেন, মহিলারা আগে বাড়ির বাইরে বেরোলে তাদের লাঠিপেটা করা হত। সম্প্রতি আফগানিস্তানের উত্তর দিকের একটি প্রত্যন্ত জেলা নিজেদের দখলে নিয়ে তালিবানেরা প্রথমবার ফরমান জারি করেছে। সেই ফরমান অনুযায়ী, 'পুরুষ সঙ্গী ছাড়া কোনও মহিলা বাজারেও যেতে পারবে না। এমনকি পুরুষদের দাড়ি কাটা ও ধূমপানও নিষিদ্ধ করা হয়েছে।'
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- ক্রাইম

