আফগানিস্তান এই মুহূর্তে দুর্ভিক্ষের দোরগোড়ায়, সঞ্চিত খাদ্য ভান্ডার শেষ হতে পারে এ মাসেই
Thursday, September 2 2021, 2:48 pm

মাত্র এক মাস এর মধ্যেই আফগানিস্তানে সঞ্চিত খাদ্য ফুরোতে পারে। বুধবার রাষ্ট্রপুঞ্জের আধিকারিক রামিজ আলাকবারোভ এই আশঙ্কার কথা জানিয়েছেন । তালিবানদের ক্ষমতা দখলের পর খাদ্যের এবং মূল্যের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ কমেছে রাষ্ট্রের। অন্যদিকে সরকারি আধিকারিকদেরও বেতন আটকে গিয়েছে। আফগানিস্তানে ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অনিশ্চিত হয়ে পড়েছে তিন কোটি ৮০ লক্ষ মানুষের দু’বেলা খাবারের। এই মুহূর্তে অর্থের অভাবে তৈরি হতে পারে দুর্ভিক্ষের পরিস্থিতি।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- তালিবান
- দুর্ভিক্ষ
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।