Afghanistan | রবির ভূমিকম্পে তছনছ আফগানিস্তান, সাহায্য পাঠালেন প্রধানমন্ত্রী মোদি
Tuesday, September 2 2025, 5:48 am

ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়া আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাল ভারত।
রবিবার রাতে আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়ংকর ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের জেরে প্রায় ৮০০র বেশি মানুষের মৃত্যু হয়েছে সেদেশে। ভূমিকম্পের পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোমবার বিদেশমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আফগানিস্তানে এক হাজারেরও বেশি তাঁবু, ১৫ টন খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। আফগানিস্তানে আরও খাদ্য সামগ্রী পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছে ভারত।