তালিবানের কাবুল দখলের প্রভাবে বন্ধ হল ভারত-আফগানিস্তানের আমদানি-রপ্তানি!
Thursday, August 19 2021, 4:48 am
Key Highlights
সম্প্রতি গত কয়েকদিন ধরে আফগানিস্তানের কাবুলের দখল নিয়েছে তালিবানরা। যার নৃশংস দৃশ্য দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় জানিয়েছেন, "পাকিস্তানের যে পথ ধরে ভারত-আফগানিস্তান পণ্য পরিবহণ হত, তা তালিবানরা বন্ধ করে দিয়েছে। বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। " তবে তার বিশ্বাস আফিগানিস্তান একসময় পর অনুভব করবে এগিয়ে যাওয়ার একমাত্র পথ অর্থনৈতিক উন্নতি, যা শুধুমাত্র ব্যবসার মধ্যে সম্ভব।
- Related topics -
- আন্তর্জাতিক
- তালিবান
- কাবুল
- আফগানিস্তান
- আমদানি-রপ্তানি
- ভারতবর্ষ