আন্তর্জাতিক

তালিবানকে শর্ত আহমেদ মাসুদের, 'পঞ্জশিরে হামলা বন্ধ হলে তবেই আলোচনায় বসব'

তালিবানকে শর্ত আহমেদ মাসুদের, 'পঞ্জশিরে হামলা বন্ধ হলে তবেই আলোচনায় বসব'
Key Highlights

সম্প্রতি শোনা যাচ্ছিল, তালিবানরা পঞ্জশিরে অনেকটাই ঢুকে পড়েছে। কিন্তু, পঞ্জশিরের দাবি, সবটাই তালিবানের প্রচার। এমতাবস্থায় পঞ্জশিরকে আফগানিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতাদের একাংশ তালিবানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। এবিষয়ে আহমেদ মাসুদ একটি শর্ত দিয়ে জানিয়েছেন, পঞ্জশির ও আন্দারাব থেকে তালিবানরা সরে গেলে অর্থাৎ হামলা বন্ধ করলে তালিবানের সাথে বৈঠকে বসতে রাজি পঞ্জশির। মাসুদ বাহিনী এই শর্তের কথা এক ফেসবুক পোস্টে লিখেছেন।