আন্তর্জাতিক

আফগানিস্তানে হতে পারে সরকার গঠনের ঘোষণা, তালিবানের দাবি পঞ্জশিরও কব্জায় এসেছে

আফগানিস্তানে হতে পারে সরকার গঠনের ঘোষণা, তালিবানের দাবি পঞ্জশিরও কব্জায় এসেছে
Key Highlights

আফগানিস্তানের সম্পূর্ণ দখল করতে পঞ্জশির কাঁটা হয়ে দাঁড়িয়েছে তালিবানের পথে। হিন্দুকুশের কোলে এই উপত্যকা এবার তাদের দখলে এসেছে বলে জানালো তালিবান। আফগানিস্তান দখলে এলেও আহমেদ মাসুদ ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-র বাহিনী পঞ্জশিরে তালিবান-বিরোধী প্রতিরোধ গড়ে তোলে । দু’ পক্ষের মধ্যেই শুরু হয় যুদ্ধ। তবে এই যুদ্ধে শেষপর্যন্ত তাদেরই জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে তালিবান। টুইট করে আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্ পাল্টা দাবি করেছেন, দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি তাঁরা, দেশের মর্যাদা রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন।