আফগানিস্তানে আটক ১৫ হাজার আমেরিকাবাসী, উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জো বাইডেন প্রশাসন
Thursday, August 19 2021, 11:45 am
![highlight](/img/target.png)
আমেরিকার প্রায় ১৫ হাজার নাগরিক এখনও পর্যন্ত আফগানিস্তানে আটকে রয়েছেন। তাঁদের সেখান থেকে বার করে আনার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। অন্য দিকে, তালিবানদের থেকে বাঁচাতে আফগান নাগরিকদেরও দেশের বাইরে বার করে আনার আশ্বাস দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশ পড়েছে বিপাকে। সমালোচনায় কেউ বলছে তালিবানি আগ্রাসনের পিছনে মদত রয়েছে আমেরিকার। আবার কারওর কথায় এত অল্প দিনে যে তালিবান প্রায় সমগ্র আফগানিস্তান দখল করে নেবে, তা আগে থেকে আন্দাজই করতে পারেনি আমেরিকা। এই পরিস্থিতিতে কাদের অগ্রাধিকার দেবে আমেরিকা, সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- আফগানিস্তান
- তালিবান
- জো বাইডেন