Nations League | ভারতীয় ফুটবল দলের জন্য আশার আলো, নেশন্স লিগের ঘোষণা করলো AFC!
Monday, December 22 2025, 6:22 am
Key Highlights২০২৫-২৬ ফুটবল মরশুম নিয়ে ডামাডোলের মধ্যে AFC নেশন্স লিগের ঘোষণা!
২০২৫-২৬ ফুটবল মরশুম নিয়ে ডামাডোলের মধ্যে AFC নেশন্স লিগের ঘোষণা! যেখানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কার্যত অন্ধকারাচ্ছন্ন সেখানে কিছুটা আশর আলো দেখাল AFC। UEFA-র ধাঁচেই ‘নেশন্স লিগ’ আয়োজন হবে। আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে যাতে ৪৭টি সদস্য দেশ বেশি করে ম্যাচ খেলার সুযোগ পায়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া। জানা গিয়েছে, UEFA-র মতোই টায়ার সিস্টেমে আয়োজিত হবে এই লিগ। অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ে যেমন স্থানে রয়েছে কোনও দল, তারা খেলবে সমান মানের বা কাছাকাছি র্যাঙ্কিংয়ে থাকা দলের বিরুদ্ধে।

