ICSE Topper | ICSEতে জোড়া সাফল্য মেদিনীপুরের, বঙ্গে শীর্ষে আদৃতা, জাতীয় স্তরে শীর্ষে আরও ১ !
Wednesday, April 30 2025, 10:01 am
Key HighlightsICSEতে জোড়া সাফল্য মেদিনীপুরের। সর্বভারতীয় স্তরে এবং রাজ্য থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে আদৃতা।
ICSEতে জোড়া সাফল্য মেদিনীপুরের। জাতীয় ও রাজ্য স্তরের মেধাতালিকায় জায়গা (প্রথম স্থান) করে নিয়েছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের দুই ছাত্রী আদৃতা মাহাত এবং সৃজিতা মণ্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। আদৃতা ইংরেজিতে পেয়েছে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, ফিজিক্সে ১০০, বায়োলজিতে ১০০, কেমিস্ট্রিতে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০। ক্লাসের পড়াশোনা ছাড়াও সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন সিনেমার পোকা আদৃতা। দুই ছাত্রীর এই অসামান্য সাফল্যে খুশি পরিবার।

