Barrackpore | বারাকপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে উদ্যোগী প্রশাসন! পুরসভার সঙ্গে বৈঠক মেয়র ফিরহাদের
Saturday, July 5 2025, 5:07 am
Key Highlightsগতি পেতে চলেছে বারাকপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ। শুক্রবার এনিয়ে কলকাতা পুরসভায় বৈঠক করলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।
ডানলপ মোড় পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার ডানলপ মোড় সংলগ্ন এলাকা থেকে বিটি রোড বরাবর বারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত মেট্রোর কাজে উদ্যোগী প্রশাসন। সূত্রের খবর, মেট্রোর খোঁড়াখুঁড়িতে ক্ষতি হতে পারে বিটি রোডে ভূগর্ভস্থ জলের পাইপ লাইনের। কলকাতার বিস্তীর্ণ এলাকায় দেখা দিতে পারে পানীয় জলের সংকট। সমাধান খুঁজতে শুক্রবার কলকাতা পুরসভায় বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, রেল বিকাশ নিগম লিমিটেড, পিডব্লিউডি সহ কেএমসিএ’র কর্তাদের নিয়ে বৈঠক করলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- নিউ ব্যারাকপুর
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম

