Operation Sindoor | অপারেশন সিঁদুরের সাফল্যের জের, প্রতিরক্ষার খাতে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ মোদি সরকারের!

দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা খাতে বাড়তি ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে বলে খবর।
পহেলগাঁও হামলার জবাব দিয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানের হামলাও প্রতিহত করে ভারতের সেনা বুঝিয়ে দিয়েছে তাদের শক্তি। এবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা খাতে বাড়তি ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে বলে খবর। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরে সেনার সাফল্যের পর প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়াচ্ছে মোদি সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভায় সেই প্রস্তাব পাশ হয়েছে। এই অর্থ সেনার আধুনিকীকরণ, গবেষণা এবং আধুনিক অস্ত্রশস্ত্র কেনার কাজে ব্যবহৃত হবে।