Paris Olympics 2024 । প্যারিস অলিম্পিকে যোগ হচ্ছে চারটে নতুন খেলা! চমক থাকছে পদকেও!
আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। এবারের অলিম্পিক টুর্নামেন্টে বেশ কয়েকটি বদল করা হচ্ছে।
আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। এবারের অলিম্পিক টুর্নামেন্টে বেশ কয়েকটি বদল করা হচ্ছে। প্যারিস অলিম্পিক টুর্নামেন্টে চারটে নতুন খেলা সংযোজিত হতে চলেছে। এই প্রথমবার অলিম্পিকে ব্রেক ডান্সের ডেবিউ হচ্ছে। সেইসঙ্গে তালিকায় রয়েছে স্কেট বোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। এছাড়াও ২০২৪ প্যারিস অলিম্পিকের পদক ডিজাইনও যথেষ্ট ভালো হবে। প্রতিটা পদকেই আইফেল টাওয়ারের লোহা থাকতে পারে বলে শোনা যাচ্ছে। পদকের ডিজাইন এমন করা হচ্ছে, যা ফ্রান্সের সংহতিকে প্রতিফলিত করবে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- প্যারিস
- স্বর্ণ পদক