Dharma Production | ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ কিনে নিলেন আদর পুনাওয়ালা, বাকি ৫০ শতাংশর মালিক করণ জোহরই

ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ ১০০০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে আদর পুনাওয়ালা।
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ কিনে নিলেন আদর পুনাওয়ালা। জানা গিয়েছে আদর পুনাওয়ালার সিরিন এন্টারটেইনমেন্ট। ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ ১০০০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে। বাকি ৫০ শতাংশর মালিক এখনও করণ জোহর। যদিও এখনও এই প্রযোজনা সংস্থার নেতৃত্ব দেবেন করণই। তবে ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশের মালিক হল সিরিন এন্টারটেইনমেন্ট। উল্লেখ্য, ধর্মা প্রোডাকশনের কিছু শতাংশ কেনার দৌড়ে ছিল রিলায়েন্স, সারেগামাও। কিন্তু তাদের পিছনে ফেলে বাজিমাত করেছে আদর পুনাওয়ালা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- বিনোদন
- বলিউড
- করণ জোহর