Adani Group-Hidenburg | সুইজারল্যান্ডের ব্যাঙ্কে থাকা আদানিদের৩১ কোটি ডলার বাজেয়াপ্ত, হিন্ডেনবার্গের দাবি ওড়াল আদানি গোষ্ঠী

Friday, September 13 2024, 7:00 am
Adani Group-Hidenburg | সুইজারল্যান্ডের ব্যাঙ্কে থাকা আদানিদের৩১ কোটি ডলার বাজেয়াপ্ত, হিন্ডেনবার্গের দাবি ওড়াল আদানি গোষ্ঠী
highlightKey Highlights

হিন্ডেনবার্গ সাম্প্রতিক রিপোর্ট পেশ করে জানায় সুইজারল্যান্ডের ছটি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা আদানি গোষ্ঠীর ৩১ কোটি ডলার (ভারতীয় অঙ্কে প্রায় ২৬০০ কোটি টাকা) বাজেয়াপ্ত করা হয়েছে।


হিন্ডেনবার্গ সাম্প্রতিক রিপোর্ট পেশ করে জানায় সুইজারল্যান্ডের ছটি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা আদানি গোষ্ঠীর ৩১ কোটি ডলার (ভারতীয় অঙ্কে প্রায় ২৬০০ কোটি টাকা) বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। তারা জানিয়েছে, কোনও সুইস আদালতের সঙ্গে তাদের সম্পর্ক নেই এবং তাদের সংস্থার কোনও অ্যাকাউন্ট কারও দ্বারা বাজেয়াপ্ত হয়নি। নয়া রিপোর্ট খারিজ করে আদানিদের দাবি, তথ্য আংশিকভাবে প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই অভিযোগগুলি আগেই খারিজ করেছে সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File