Adani | আদানির বিরুদ্ধে ফের অভিযোগ! এবার অভিযোগ অস্ট্রেলিয়ায় বর্ণবৈষম্যের
Saturday, November 23 2024, 7:27 am
Key Highlightsঅস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর যে কয়লা কেন্দ্র রয়েছে, সেখানেই আদানির বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে।
ফের আদানির বিরুদ্ধে অভিযোগ! তবে এবার তাঁর বিরুদ্ধে উঠলো বর্ণবৈষম্যের। তাও আবার বিদেশের মাটিতে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর যে কয়লা কেন্দ্র রয়েছে, সেখানেই এই ঘটনা ঘটেছে। এরপর অস্ট্রেলিয়ায় মানবাধিকার কমিশনের কাছে এই ইস্যুতে অভিযোগ দায়ের করেন 'নাগানা ইয়ারবাইন ওয়াঙ্গন ও জাগালিঙ্গৌ' জনজাতির নেতারা। সূত্রের দাবি, আদানির কর্মী ও আধিকারিকরা স্থানীয় জনজাতিভুক্ত মানুষজনকে লাগাতার অসম্মান করে চলেছেন। তাঁদের উদ্দেশ করে যেমন অশালীন মন্তব্য করা হচ্ছে, তেমনই শারীরিকভাবেও তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।
-  Related topics - 
 - বাণিজ্য
 - ব্যবসা বাণিজ্য
 - ব্যবসায়ী
 - আদানি
 - অস্ট্রেলিয়া
 

 