Goutam Adani | পুরনো মামলা থেকে অবশেষে রেহাই পেলেন গৌতম আদানি! কী অভিযোগ ছিল শিল্পপতির বিরুদ্ধে?

Monday, March 17 2025, 4:11 pm
highlightKey Highlights

পুরনো মামলা থেকে অবশেষে রেহাই পেলেন গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি।


পুরনো মামলা থেকে অবশেষে রেহাই পেলেন গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি। সূত্রে খবর, ২০১২ সালে আদানি এন্টারপ্রাইসের বিরুদ্ধে আর্থিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা। ২০১৪ সালের মে মাসে এই আর্থিক শৃঙ্খলা ভঙ্গের মামলা থেকে রেহাই পান আদানিরা। কিন্তু ২০১৯ সালে নিম্ন আদালতের রায়কে খারিজ করে দায়রা আদালত এবং ফের আদানিদের বিরুদ্ধে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় বিচারক। অবশেষে সেই মামলায় ক্লিনচিট পেলেন আদানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File