Jeet Adani will Marry Diva Shah | আদানি কর্ণধারের ছেলের বিয়ে, জাঁকজমকে টেক্কা দেবে আম্বানীদের ? পাত্রী কে ?
Wednesday, February 5 2025, 3:44 pm
Key Highlightsআদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির পুত্র জিত আদানি। তিনি বিয়ে করতে চলেছেন দিভা জাইমিন শাহকে। আগামী ৭ ফেব্রুয়ারি তাঁদের বিবাহ।
আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির পুত্র জিত আদানি বিয়ে করতে চলেছেন। পাত্রী বিশিষ্ট হীরা ব্যবসায়ীর মেয়ে দিভা জাইমিন শাহ। আগামী ৭ ফেব্রুয়ারি জিত এবং দিভার বিয়ে। জিৎ আদানি বর্তমানে আদানি গ্রুপের গ্রুপ ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট। 'দিভা জাইমিন শাহ' সি দীনেশ অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের সহ মালিক। ২০২৩ সালের ১৪ মার্চ একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরেছিলেন এই ব্যবসায়ী জুটি। কর্ণধার গৌতম আদানি জানিয়েছেন, জিতের বিয়ে খুব সাধারণ ও ঐতিহ্যবাহী হবে।

