Adani Drone | নৌবাহিনীর কাছে হস্তান্তর করার আগেই ভেঙে পড়লো আদানির সংস্থার তৈরী ড্রোন!

Tuesday, January 14 2025, 6:11 pm
highlightKey Highlights

ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করার আগেই ভেঙে পড়লো আদানির সংস্থার তৈরী দৃষ্টি ১০ স্টারলাইনার ড্রোন!


ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করার আগেই ভেঙে পড়লো আদানির সংস্থার তৈরী দৃষ্টি ১০ স্টারলাইনার ড্রোন! জানা গিয়েছে, গুজরাটের পোরবন্দর উপকূলে গ্রহণযোগ্যতা পরীক্ষার সময় ভেঙে পরে ওই ড্রোনটি। ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রযুক্তি হস্তান্তর করে আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তার হায়দরাবাদ ইউনিটে দৃষ্টি ১০ স্টারলাইনার তৈরি করেছে। ড্রোনটি আদানির দ্বারা ভারতীয় সামরিক বাহিনীকে সরবরাহ করা প্রথম বড় প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং এলবিট সিস্টেমের হার্মিস ৯০০ স্টারলাইনার ড্রোনের একটি বিকল্প।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File