Adani-Defence | ভারতীয় নৌসেনাকে দ্বিতীয় দৃষ্টি ১০ স্টারলাইনার ড্রোন তুলে দিল আদানি ডিফেন্স ও এরোস্পেস

Friday, December 6 2024, 8:08 am
highlightKey Highlights

ভারতীয় নৌসেনার হাতে দ্বিতীয় দৃষ্টি ১০ স্টারলাইনার ড্রোন তুলে দিল আদানি ডিফেন্স ও এরোস্পেস।


ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে এবার সাহায্য করলো আদানি গোষ্ঠী। ভারতীয় নৌসেনার হাতে দ্বিতীয় দৃষ্টি ১০ স্টারলাইনার ড্রোন তুলে দিল আদানি ডিফেন্স ও এরোস্পেস। এই ড্রোনের সাহায্যে সমুদ্রে জাহাজের অবস্থান এবং জলদস্যুদের উপর নজরদারিতে সুবিধা হবে নৌসেনার। ভারতীয় প্রযুক্তিতে নৌসেনার জন্য ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ ড্রোন তৈরি করেছে আদানি ডিফেন্স। আদানি ডিফেন্সের তরফে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তিকে তৈরী এই স্বয়ংক্রিয় ড্রোন একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে পারে। ৪৫০ কেজি পেলোডও বইতে পারে এটি। উড়তে পারে যেকোনও আবহাওয়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File