Radhika Apte | বিয়ের ১২ বছর পর মা হতে চলেছেন রাধিকা আপ্তে! লন্ডন ফিল্ম ফেস্টিভালের ছবি পোস্ট করে দিলেন সাপ্রাইজ
বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়ে দুম করেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
বলিউডে সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়ে দুম করেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তাও আবার লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়ে। ২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে কালো রঙে ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে কোনও শব্দও খরচ করেননি তিনি।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- অভিনেত্রী
- বলিউড