মুখোমুখি হলেন না নুসরত-নিখিল, স্থগিত রয়ে গেল ম্যারেজ অ্যানালমেন্ট মামলা
Tuesday, July 20 2021, 8:23 am
Key Highlightsআলিপুর জাজেস কোর্টে আজ অর্থাৎ ২০শে জুলাই, ২০২১ ম্যারেজ অ্যানালমেন্ট মামলায় অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈনের হাজিরা দেওয়ার কথা হয়েছিল। সেই সূত্রে নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী কোর্টে হাজির ছিলেন। নিখিল জৈন এবিষয়ে সংবাদসংস্থাকে জানিয়েছেন, বর্তমানে তিনি তাঁর কাজ নিয়ে খুবই ব্যস্ত আছেন, সামনেই পুজো ও বিয়ের সিজেন, ডিজাইন কালেকশনের খোঁজে দেশের নানা প্রান্তে ঘুরতে হচ্ছে। করোনা আবহকালীন পরিস্থিতিতে কোর্টে আজ বিচারপতির অনুপস্থিতির কারণে পিছিয়ে গেল তাঁদের মুখোমুখি হওয়ার দিন।