Aindrila Sharma: ঐন্দ্রিলার চিকিৎসায় সাড়া! শীঘ্রই ভেন্টিলেটর সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত

Monday, November 7 2022, 9:34 am
highlightKey Highlights

এখন কেমন আছেন ঐন্দ্রিলা? লড়াকু অভিনেত্রীর সুস্থতা কামনা নেটিজেনদের .


১লা নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। ওইদিন আচমকাই তাঁর হাত অসাড় হয়ে গিয়েছিল। বমিও করছিলেন তিনি। এসেছিল ধুম জ্বর। নায়িকার স্বাস্থ্যের অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন্ধু সব্যসাচী চৌধুরীকে।

তড়িঘড়ি 'কাছের মানুষ'-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরেই। হাওড়ার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোক হয়েছে ঐন্দ্রিলা। সেই থেকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন 'জীবন জ্যোতি' খ্যাত অভিনেত্রী। চিকিৎসায় সাড়া দিচ্ছেন দু'বারের ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবারও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। 

Trending Updates

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অভিনেত্রীর সংক্রমণ অনেকটাই কমেছে। বিষয়টিকে ভালো লক্ষণ হিসেবেই দেখছেন চিকিৎসকরা। এখন আর জ্বর আসছে না তাঁর। এদিনই শেষবার ৯৯ পর্যন্ত জ্বর এসেছিল তাঁর । এইসব বিষয়গুলিকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে।

ঐন্দ্রিলা বাঁ-দিকের হাত নাড়াচ্ছেন। চিকিৎসকদের দাবি, তাঁর দেহের বাঁ-দিকে সাড় ফিরে এসেছে। ভেন্টিলেশনের সাপোর্টও কমানো হয়েছে। অভিনেত্রীর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তবে স্নায়ুর অবস্থা একইরকম। ৫ই নভেম্বর ট্র্যাকিওস্টমি করা হয়েছে ঐন্দ্রিলা শর্মার। ধীরে ধীরে তিনি সেড়ে উঠছেন বলেই মনে করছেন চিকিৎসকরা। ৪ঠা নভেম্বর মেয়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে জানান নায়িকার মা শিখা শর্মা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File