Actor Vijay-Stampede | বিজয়ের দলের বিরুদ্ধে দায়ের হলো মামলা, "দলের সমস্ত কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি হোক"-দাবি মামলাকারীর
Sunday, September 28 2025, 2:33 pm

যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই দলের যাবতীয় কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারির দাবিতে মাদ্রাজ হাই কোর্টে দায়ের হল মামলা।
শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে, আহত হন আরও শতাধিক। শনিবার এই দুর্ঘটনা থেকে কোনওমতে বেঁচে ফেরেন সেন্থিলকানান নামে এক ব্যক্তি। রবিবার মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি। তিনি দাবি করেন, যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই দলের যাবতীয় কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। আদালতে তাঁর যুক্তি, সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে জননিরাপত্তা যেখানে ঝুঁকির মুখে সেখানে কোনও সমাবেশের অনুমতি দেওয়া যায় না।
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- তামিলনাড়ু
- রাজনীতিবিদ
- রাজনীতি
- রাজনৈতিক দল
- দক্ষিণী অভিনেতা
- পদপিষ্ট
- জনস্বার্থ মামলা