Actor Vijay-Stampede | পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত, প্রথমবার ভিডিওবার্তা দিলেন অভিনেতা বিজয়

পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিজয়। তবে সরাসরি এ কথা বলেননি তিনি।
পদপিষ্টের ঘটনার পর প্রথমবার ভিডিয়ো বার্তা দিলেন বিজয়। তিনি বললেন, ‘জীবনে এত বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি। আমার প্রচণ্ড মন খারাপ। বুক ভেঙে যাচ্ছে। সভায় অনেক মানুষ আমাকে দেখতে এসেছিলেন। মানুষের ভালোবাসা এবং স্নেহের জন্য আমি চিরকৃতজ্ঞ।’ অভিনেতার কথায়, ‘মানুষের সুরক্ষার সঙ্গে কোনও দিন আপোস করিনি। সেই কারণেই রাজনীতি সরিয়ে রেখে এমন একটা জায়গা বেছে নিয়েছিলাম, যেটা মানুষের জন্য নিরাপদ। পুলিশকেও আমজনতাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু যা হওয়ার ছিল হয়ে গেল।’
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- পদপিষ্ট
- মৃত্যু
- দক্ষিণী অভিনেতা
- অভিনেতা