ট্র্যাকিওস্টমি হবে সৌমিত্রর, শারীরিক অবস্থার উন্নতি ঘটলে প্লাজমা থেরাপি দেওয়ার পরিকল্পনা চিকিৎসকদের।
Wednesday, February 24 2021, 8:39 am

সোমবার সৌমিত্র চ্যাটার্জীর শারীরিক পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী বুধবার তাঁর ট্র্যাকিওস্টমি করা হতে পারে। রাজ্য সরকারের পাঠানো চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তাঁকে দেখেন। সব দিক খতিয়ে দেখেই তাঁরা ট্র্যাকিওস্টমি করার জন্য সবুজ সঙ্কেত দিয়েছেন। চিকিৎসকদের ওই প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে প্রবীণ অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেন। বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখে কথা বলেন তাঁর আত্মীয় পরিজনদের সঙ্গে। এর পরেই ট্র্যাকিওস্টমি পদ্ধতি প্রয়োগে অনুমোদন দেন তাঁরা। তাঁদের মতে, এই পদ্ধতির ফলে তিনি নিশ্চিত ভাবেই উপকৃত হবেন। হাসপাতালের চিকিৎসকদেরও বক্তব্য, এর ফলে সৌমিত্র চ্যাটার্জীর শারীরিক অবস্থার উন্নতি ঘটবে।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেতা
- সৌমিত্র চ্যাটার্জী
- স্বাস্থ্য