Actor Sonu Sood | বেটিং কাণ্ডে সাত ঘন্টা জেরা, অবিচলিত সোনু সুদ, ইডি দপ্তর থেকে বেরিয়েই করলেন সমাজসেবা
Thursday, September 25 2025, 4:20 pm

সোনু এদিন তাঁর টিমকে সঙ্গে নিয়ে বেলা ১২টা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা দফতরে হাজিরা দেন।
বেটিং কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেতা সোনু সুদের। বুধবার বেলা ১২টা নাগাদ তাঁর টিমকে সঙ্গে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা দফতরে হাজিরা দেন তিনি। সাত ঘন্টার টানা জিজ্ঞাসাবাদের পর ফের সমাজসেবামূলক কাজে লেগে যান অভিনেতা। বৃহস্পতিবার পাঞ্জাবের এক আট বছরের শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন সোনু। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিল অভিজ্যোত। তাঁর চিকিৎসার ভার নিয়েছিলেন অভিনেতা। আট বছরের ওই শিশু বৃহস্পতিবার প্রয়াত হয়। তাঁর পরিবারের কাছে পৌঁছে শোকজ্ঞাপন করেন সোনু। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘তোমার পরিবারের পাশে থাকব।’