সোনু সুদ:পর্দার ভিলেন হয়েও যিনি বাস্তবে হিরো, দরিদ্রদের আয়ের ব্যবস্থা করতে এবার উপহার দিলেন ই-রিকশা।
Monday, December 14 2020, 10:47 am

আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। তবে এখনও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছেন সোনু সুদ। শনিবার সাধারণ নিম্নবিত্ত পরিবারগুলির রুজি রোজগারের পথ প্রশস্ত করতে নিজের নয়া উদ্যোগের কথা জানালেন অভিনেতা। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সোনু জানান, যাঁরা এই অতিমারীতে কাজ হারিয়েছেন কিংবা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তাঁদের এবার ই-রিকশা উপহার দিচ্ছেন তিনি। যার মাধ্যমে নতুন করে আয়ের বন্দোবস্ত করে নিতে পারবেন ওই সমস্ত দুর্ভাগা পরিবারগুলি। নিজের এই উদ্যোগের নাম দিয়েছেন ‘খুদ কামাও, ঘর চালাও’। সংকটের দিনে যাতে অন্যের মুখাপেক্ষী হতে না হয়, সেই কারণেই দরিদ্র মানুষগুলির জন্য এই ব্যবস্থা করছেন অভিনেতা।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- সোনু সুদ
- খুদ কামাও, ঘর চালাও