বলিউড অভিনেতা সোনু সুদকে পঞ্জাব রাজ্য আইকন হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন।
Tuesday, November 17 2020, 5:30 am
Key Highlightsলকডাউনে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ক্ষেত্রে সহায়তা করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বলিউড অভিনেতা সোনু সুদ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সোনু সুদকে পঞ্জাব রাজ্য আইকন হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক এস করুণা রাজুকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়েছে যে, তাঁর দফতরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, কমিশন তা অনুমোদন করেছে। পঞ্জাবের মোগা জেলার বাসিন্দা সোনু সুদ করোনাভাইরাস জনিত লকডাউনে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করেন সোনু সুদ। এর পাশাপাশি তাঁর বিভিন্ন মানবতামূলক কাজকর্ম সমাজের সমস্ত অংশের প্রশংসা আদায় করে নিয়েছে।
- Related topics -
- সেলিব্রিটি
- সোনু সুদ
- বলিউড
- পাঞ্জাব
- রাজ্য আইকন

