নতুন বছরে প্রযোজকের ভূমিকায় সোহম চক্রবর্তী। প্রথম ছবিতে সোহমের বিপরীতে থাকছেন প্রিয়াঙ্কা সরকার।
Sunday, January 3 2021, 8:52 am
Key Highlightsনতুন বছরে নতুন ভূমিকায় সোহম চক্রবর্তী। টলিউডের অভিনেতা-প্রযোজকদের দলে এবার নাম লেখালেন সোহম। ইনস্টাগ্রামে তাঁর নতুন ছবির পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবির নাম ‘কলকাতার হ্যারি’। আর ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনার দায়িত্বে রাজদীপ ঘোষ। সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। আর চিত্রগহণে থাকছেন গোপী ভগৎ। শোনা গিয়েছে, ছবিতে লাবণী সরকার ও শিশুশিল্পী ঐশিকা গুহঠাকুরকেও দেখা যাবে। শোনা গিয়েছে, জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন সোহমও। সেখানে এক রঙিন রূপকথা শোনানোর ও দেখানোর আশ্বাস দিয়েছেন।