বিনোদন

Taranath Tantrik । এবার বড়পর্দায় আসছেন 'তারানাথ তান্ত্রিক' , সপ্তর্ষির নয়া লুকে চমকাবে টলিপাড়া

Taranath Tantrik । এবার বড়পর্দায় আসছেন 'তারানাথ তান্ত্রিক' , সপ্তর্ষির নয়া লুকে চমকাবে টলিপাড়া
Key Highlights

কাকলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায়ের নতুন ছবি, "তারানাথ তান্ত্রিক"। পর্দার তারানাথ হচ্ছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।

তিন সাহিত্যিকের গল্প নিয়ে এক বাংলা ছবি করছেন পরিচালিকা কাকলি ঘোষ ও পরিচালক অভিনব মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের 'মণিহারা', বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'তারানাথ তান্ত্রিক' ও মনোজ সেনের 'শিকার',এই তিনটি গল্প নিয়ে তৈরী হবে সিনেমাটি। এবার পর্দার তারানাথ হচ্ছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।‌ থিয়েটারের মঞ্চ, ছোটপর্দা এমনকী বড়পর্দায়ও দর্শকের নজর কেড়েছেন সপ্তর্ষি। এবার তাঁকে দেখা যাবে একেবারে অন্য রূপে। সূত্রের খবর, গল্পে 'মাতু পাগলী'র চরিত্রে দেখা যেতে চলেছে রূপাঞ্জনা মিত্রকে। চলতি মাসের শেষে বোলপুরে হবে ছবির শুটিং।