দুস্থ শিশুদের সঙ্গে মাতলেন ‘ভিঞ্চি দা’! ৪৮তম জন্মদিন সেলিব্রেট রুদ্রনীল ঘোষের
Wednesday, January 6 2021, 12:49 pm
 Key Highlights
Key Highlights১৯৭৩ সালের আজকের দিনেই জন্মেছিলেন টলিউডের এই জাত অভিনেতা রুদ্রনীল ঘোষ। বুধবার নিজের জন্মদিন উদযাপন করলেন দুস্থ শিশুদের সঙ্গে। গল্ফগ্রিনে রুদ্রনীলের প্রযোজনা সংস্থার সামনেই রয়েছে বস্তি এলাকা। সেখানকার শিশুদের সঙ্গেই ৪৮ তম জন্মদিনটা সেলিব্রেট করলেন টলিপাড়ার তারকা। সাদা শার্ট, নীল জ্যাকেট পরে পৌঁছে গিয়েছিলেন সময়মতো। শিশুদের থেকে শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন। ফুলের তোড়া নেন। বেলুন হাতে নিয়ে সকলে রুদ্রদা’র সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর কেক কাটার পালা। চকোলেট কেকে ছুরির কোপ পড়তেই শুরু হয়ে যায় ‘হ্যাপি বার্থ ডে’ গান। কেক কেটে শিশুদের খাইয়ে দেন রুদ্রনীল। খুদেদের হাতে তুলে দেন নতুন জামা-কাপড়ও।
-  Related topics - 
- সেলিব্রিটি
- রুদ্রনীল ঘোষ
- টলিউড
- অভিনেতা
- জন্মদিন

 
 