করোনাকালে সতর্কতা মেনে ভাইফোঁটা উদযাপন তারকাদের। ভার্চুয়াল ভাইফোঁটায় ঋদ্ধিমা, সোহম, দর্শনা।
Monday, November 16 2020, 9:45 am

করোনাকালে এবারের ভ্রাতীদ্বিতীয়াটা অন্যরকম কারও ভাই বাইরে, কেউ নিজেই কাজের সূত্রে দূরে, কেউ আবার করোনাকালের সতর্কতায় জোর দিয়েছেন। সকাল থেকেই সোশ্যাল পেজ নস্টালজিক সেলেবদের ভ্রাতৃদ্বিতীয়ার নতুন-পুরনো ছবিতে। সোহম চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, দর্শনা বণিককে এভাবেই উদযাপন করতে দেখা গিয়েছে বিশেষ দিনটি।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, করোনায় আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী। তাই সরাসরি দিদি শ্রীপর্ণা চক্রবর্তীর হাত থেকে সরাসরি ফোঁটা নিলেননা দিদি পুরনো ভাইফোঁটার ছবি সকাল সকাল শেয়ার করেন সোশ্যাল পেজে। ঋদ্ধিমা ঘোষকে অবশ্য বরাবরই ভার্চুয়াল ফোঁটা দিয়ে সন্তুষ্ট থাকতে হয় কারণ ভাই ওম কানাডাবাসী। দর্শনা বণিকের দাদা কাজের সূত্রে সানফ্রানসিস্কোয় এবছর তিনিও শ্যুটিংয়ের জন্য বাংলাদেশে। বিশেষ দিনে দাদাকে মনে করেছেন ছোটবেলার ছবিতে।
- Related topics -
- বিনোদন
- ভাইফোঁটা
- ভ্রাতৃদ্বিতীয়া
- সোহম চক্রবর্তী
- ঋদ্ধিমা ঘোষ
- দর্শনা বণিক