স্ট্রোক আক্রান্ত রোগীর চরিত্রে দেখা যাবে রাহুল রায়কে, গতমাসে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ।

Wednesday, December 9 2020, 11:49 am
highlightKey Highlights

নভেম্বর মাসের শেষে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায়। এখনও স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা ফেরেনি। এর মধ্যেই নতুন ছবির কথা জানিয়ে দিলেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়। নতুন সিনেমার নাম হতে চলেছে ‘স্ট্রোক’। তাতে স্ট্রোক আক্রান্ত রোগীর চরিত্রেই অভিনয় করবেন তিনি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার আগে নীতিন কুমার গুপ্ত পরিচালিত এলএসি: লিভ দ্য ব্যাটল ছবির শুটিংয়ের জন্য কার্গিলে ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীনই ব্রেন স্ট্রোক হয় রাহুল রায়ের।‘স্ট্রোক’ ছবিটির পরিচালনা করবেন নীতিনই। জানান, কার্গিলে যে ছবিটির কাজ তাঁরা করছিলেন তার নাম ‘সাইওনি’। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। রাহুল সুস্থ হলেই ‘স্ট্রোক’ সিনেমার কাজ শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File